কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা সাহেবপাড়া এলাকায় এক অগ্নিকান্ডে সাতটি বাড়ির ৬০টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে।
শুক্রবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
কালিয়াকৈর ফায়ার স্টেশন ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে সাহেবপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে বৈদুত্যিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহুর্তের মধ্যে আগুন পাশে থাকা আজাহার আলী, রিয়াজ ইকবাল, চান মিয়া, রোকেয়া, মো: নাসির উদ্দিন,মাঞ্জুর হোসেন ও মাহজালালের বাড়িতে ছাড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াাকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ওসব ব্যাক্তির মালিকানাধীন বাড়ির ৬০ কক্ষ ও মামলামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
I do consider all the concepts you’ve presented in your post.
They are very convincing and will definitely work.
Still, the posts are too brief for newbies.
Could you please prolong them a bit from subsequent time? Thank
you for the post.
When I initially commented I clicked the “Notify me when new comments are added” checkbox
and now each time a comment is added I get three emails with the
same comment. Is there any way you can remove me from that
service? Cheers!