দুর্জয় খাঁন
প্রেমিক আজ রিক্ততার মৌন রসায়নে
অবহেলিত চাঁদ হয়ে গ্যাছে
প্রতারক চিঠিগুলি বারবার সভা ডাকে
নয়নের সীমান্ত প্রদেশে।
বিশ্বাস আর ভালোবাসা কালবেলার ত্রিসীমানায়
মরা গুল্মের ন্যায় পড়ে আছে হিরণের মাঠে
মখমলের আরাম কেটে গ্যাছে সেই কবে!
এখন মার্বেলে মাথা রেখে রাত্রি যাপন করি!!
অনবরত বাকশাল শুনিয়ে যাচ্ছে অদৃশ্য কেউ
কাগজের নৌকো বানিয়ে দুর্গম পাথার পার হওয়ার
ব্যর্থ প্রচেষ্টা…………..
আমার ঘড়ির সময় শেষ!
আমার এখনি অন্ধকার নামবে..
অন্ধকার নামবে।