রাজধানীর পল্লবী এলাকার কালশিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে থানা পুলিশসহ ডিএমপি’র বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এ অভিযান শুরু হয়।
ডিএমপি’র মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কালশিতে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চলছে। অভিযানে থানা পুলিশের সঙ্গে ডিবি পুলিশ, ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিটের সদস্যসহ ডগ স্কোয়াড অংশ নিয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।