মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, সুশাসনের জন্য নাগরিক-সুজন কমলগঞ্জ উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, পৌর আওয়ামীলীগ নেতা ও ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রণয় দত্ত (৬৩) আর নেই। বুধবার রাত সাড়ে ৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তাঁর অকাল মৃত্যুতে কমলগঞ্জে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রণয় দত্তের মৃত্যুতে ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির ডাকে বৃহস্পতিবার সকাল ১০টা ১১টা পর্যন্ত সকল দোকানপাঠ বন্ধ করে শোক পালন করা হয়।
এদিকে ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় প্রয়াত প্রণয় দত্তের মরদেহ ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে রাখা হয়। এখানে মৌলভীবাজার জেলা ও কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, কমলগঞ্জ পৌরসভা, সুজন, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতি, লোকনাথ সেবা সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় এ সময় প্রয়াত প্রণয় দত্তের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, সুজন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ ভূঁইয়া, পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, প্রবীস শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য জিডিশন প্রধান সুচিয়াং, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, লোকনাথ সেবা সংঘের সভাপতি সুব্রত দেরায় সঞ্জয়, সমাজসেবক রাসেল হাসান বক্ত, সফিকুল ইসলাম সুফি, প্রয়াত প্রণয় দত্তের ভাগিনা ব্যবসায়ী সুমন দাশ প্রমুখ। দুপুরে ভানুগাছ বাজারস্থ নিজ পরিবারিক শ্মশানঘাটে তাঁর অন্তেষ্ঠিক্রিয়া সম্পন্ন হয়।
শোক প্রকাশ: কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী প্রণয় দত্তের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদান জানিয়েছেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. এএসএম আজাদুর রহমান আজাদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, সুজন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. মাখন লাল দাস, সাধারণ সম্পাদক এড. রাধাপদ দেব সজল, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা আশু রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুজন, উদীচী শিল্পীগোষ্ঠী, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতি, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটি, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওযামীলীগ, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি, লোকনাথ সেবা সংঘ, মহিলা গীতা সংঘ, রামকৃষ্ণ সেবা সমিতি, কমলগঞ্জ প্রেসক্লাব, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব, কমলগঞ্জ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, কমলগঞ্জ সাংবাদিক ফোরাম, কমলগঞ্জ উন্নয়ন পরিষদ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম প্রমুখ সংগঠন।