ঢালিউডের অভিনেত্রী জয়া আহসান টলিউডেও সমান জনপ্রিয়। এই অভিনেত্রীর গ্ল্যামার যেন দিন দিন বাড়ছে। নিয়মিত জিমে সময় কাটান তিনি। শরীরী কসরতেই জয়া এমন ফিট।
সম্প্রতি ভাইরাল হল অভিনেত্রীর একটি ভিডিও। যেখানে তাকে জিম করতে দেখা গিয়েছে। দেখে নিন সেই ভিডিও—
ঢাকার স্টুডিওতে শরীরচর্চা করতে দেখা গেল জয়াকে। নিজের ইনস্টাগ্রামেই সেটি শেয়ার করেন জয়া। ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন— “অল প্রোগ্রামস টেকস প্লেস আউটসাইড দ্য কমফোর্ট জোন”। অর্থাৎ ‘কমফোর্ট জোন’ থেকে বেরিয়ে এলেই যে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনো সম্ভব সেটাই যেন তিনি বলতে চেয়েছেন ওই ক্যাপশনে।
জিমে ঘাম ঝরানোর পাশাপাশি জয়া এই মুহূর্তে ব্যস্ত তাঁর নতুন ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’ নিয়ে।
Chào mừng các bạn đến với ĐIỆN LẠNH Bách Khoa Hitech. http://fr3752e7.bget.ru/user/JoleenProffitt/
Special Announcement!!!
@Ella_Silvermfc & I are teaming up to cam Mon Jan 28
& Tues Jan 29 on @myfreecams
Presale on the two days worth of footage is currently at 1000
tokens, so tip us now before we raise the price tomorrow.