আলমডাঙ্গা থেকে ইউনুছ আলী মন্ডলঃ
আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে গাজা ব্যবসায়ি ইসমাইল ও নিসিত কুমার সহ ৬ জন কে গ্রেফতার করেছে।জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের বাগুয়ার খালের আজগার আলীর ছেলে এনামুল(৩৪) মোজাহার আলীর ছেলে বিপুল (৩০) একই গ্রামের আতিয়ারের ছেলে ওবাইদুল (৪০) রমজান আলীর ছেলে মহাবুল (৪৫) কে র নিকট থেকে ২৪ পুরি গাজা সহ নিজ বাড়ির অদুরে একটি আমবাগানের ভিতর থেকে গ্রেফতার করেছে।অপর দিকে পুলিশ আরও একটি অভিযান চালিয়ে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দ পুর হরিতলার অনিল এর ছেলে নিশিত ওএকই গ্রামের ইসমাইল হোসেন (৪৫) কে নিকট ২৫ পুরি গাজা সহ বাড়ির অদুর বর্তি একটি জায়গা থেকে আটক করে চুয়াডাঙ্গা আদালতে প্রেরন করেছে।এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।