মোঃনাজমুল হোসেন শ্রীপুর থেকেঃ
গাজীপুরের শ্রীপুরে জমজ ১৬বছর বয়সী দুই কিশোরীকে ধর্ষণের দায়ে বাবাকে গ্রেপ্তার করেছেন শ্রীপুর মডেল থানার পুলিশ।
এঘটনায় কিশোরীদের বাবাকে ধর্ষণে অভিযুক্ত করে তাদের মা শুক্রবার শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করলে মামলা শুরু হয়। পরে রাতে অভিযুক্ত বাবা জাহাঙ্গীর আলম কাজল (৪৫) কে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত বাবা কাজল মাওনা গ্রামের হারেছ বাইন্নার ছেলে।
কিশোরীদের স্বজনদের ভাষ্য, কিশোরীদের মায়ের সাথে অভিযুক্ত জাহাঙ্গীর আলম কাজলের দাম্পত্য জীবন শুরু হয় বিগত ১৯৯৫ সালে।
তাদের দাম্পত্য জীবনেই ১৬ বছর বয়সী দুই জমজ কিশোরীর জন্ম হয়। এরই মাঝে অভিযুক্ত জাহাঙ্গীর আলম কাজল কিশোরীদের মায়ের অনুমতি ছাড়াই আরো ২টি বিবাহ করেন। এক পর্যায়ে দুই সন্তান সহ কিশোরীদের মা তার বাবার বাড়ি স্থানীয় ধনুয়া গ্রামে চলে আসেন। তবে অভিযুক্ত জাহাঙ্গীর আলম কাজল এ ঘটনার কয়েক বছর পরই তাদের সাথে পুনরায় সম্পর্ক গড়ে একসাথে বসবাস করে আসছিলেন। এদিকে গত ২ মাস ধরে বাবা জাহাঙ্গীর আলম কাজল কিশোরীদের নানা বাড়িতে ভয়ভীতি দেখিয়ে দুই কিশোরী মেয়েকে কয়েক দফা ধর্ষণ করেন। এরই মাঝে কিশোরীর মা প্রত্যক্ষদর্শী হিসেবে এ ঘটনা দেখে ফেললে তা প্রকাশ হয়। পরে থানায় অভিযোগ দায়ের হয়।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গতরাতেই গ্রেপ্তার করা হয়। কিশোরীদের শারীরিক পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় বাবাকে অভিযুক্ত করে থানায় মামলা শুরু হয়েছে।