আলমডাঙ্গা থেকে ইউনুছ আলী মন্ডলঃ
গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তকিম আলী ও তারিকুল সহ ৫ জন মাদক সেবিকে গ্রেফতার করেছে। জানাগেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা গ্রামের আফছার আলীর ছেলে তকিম আলী (২৫) ও সিরাজুল ইসলাের ছেলে তারিকুল ইসলাম (৩০) কে গাজা সেবনের সময় পুলিশ হাতেনাতে আটক করে।অপর দিকে পৌর এলাকার রাধিকা গন্জের বারেক আলীর ছেলে সোহেল রানা ( ৩৫) ক্যানেল পাড়ার ইব্রাহিমের ছেলে আদিল (২৫) ও বিত্তি পাড়ার সুবল কুমারের ছেলে মিঠু (৩২) কে সহ মোট ৫ জন কে একই অভিযোগে আটক করে চুয়াডাঙ্গা আদালতে প্রেরন করেছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।