চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেটের এক ইনিংসে ২৭৮ রানের বিশ্বরেকর্ড গড়েছিল আফগানিস্তান। গতকাল সোমবার রাতে আফগানদের সেই রেকর্ড টপকাতে না পারলেও টি-টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল স্কটল্যান্ড।
গতকাল মালাহাইডে টসে হেরে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। ইনিংসের শুরু থেকেই নেদারল্যান্ডসের বোলারদের ওপর তান্ডব চালান স্কটিশ দুই ওপেনার জর্জ মুনসে ও অধিনায়ক কাইল কোতজার। পাওয়ারপ্লেতে দুজনে মিলে যোগ করেন ৭২ রান। এর মধ্যেই ২৮ বলে অর্ধশতক করেন কোতজার আর ২৭ বলে অর্ধশতক করেন মুনসে।
এরপরে দুজনেই শতকের দিকে এগুতে থাকেন। তবে ১৫তম ওভারে ৮৯ রানে কোতজার আউট হলেও ৪১ বলে ১২ ছক্কা ও চার বাউন্ডারিতে শতক তুলে নেন মুনসে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার(জর্জ মুনসে) চতুর্থ দ্রুততম শতক। শেষ পর্যন্ত ৫৬ বলে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মুনসে।
মুনসের ব্যাটেই ভর করে ২০ ওভারে স্কটল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৩ উইকেটে ২৫২ রান। সেইসঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ষষ্ঠ সর্বোচ্চ রানের রেকর্ড পুঁজি গড়ে স্কটিশরা।