চট্টগ্রামের এক হোটেলে তরুণীকে ধর্ষণ করেছেন নোবেল এমন খবরের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিয়েছিলেন এক তরুণী, যিনি নাকি মামলা করতে আসছেন- এমন তথ্য সম্বলিত খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। শুধু তাই নয়, ভারতের বাংলা গণমাধ্যমেও নোবেলের এই খবর উঠে এসেছে।
তবে এই সংবাদকে ভিত্তিহীন বলে জানালেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, নোবেলের নাম উল্লেখ করে কোনও সংবাদপত্রে আমি কথা বলিনি। তবে ধর্ষণের বিষয়ে এক তরুণী সোমবার (১৬ সেপ্টেম্বর) থানায় ধর্ষণের মামলা করার জন্য আসার কথা। তিনি কারও নাম উল্লেখ করেননি।
গত ২১ জুলাই চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে ওই তরুণীকে ধর্ষণ করেন সংগীতশিল্পী নোবেল। পরে ওই তরুণী নোবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করবে বলে ওসির সঙ্গে যোগাযাগ করেন। এরপর ওসির বরাত দিয়ে কয়েকটি অনলাইন নিউজপোর্টাল সংবাদ প্রকাশ করে।
এ বিষয়টি জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, বিষয়টি একদম মনগড়া লিখেছেন সংবাদ মাধ্যমগুলো। যা ভিত্তিহীন। এধরণের কোনো কথা বলেনি আমি।