মোঃনাজমুল হোসেন শ্রীপুর থেকেঃ

জীপুরের শ্রীপুর রাজাবাড়ি ইউনিয়নে নাসারী মাঠ থেকে বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন সরকার নামের রাস্তাটি বন্ধের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ডোয়াইবাড়ি এলাকার প্রভাবশালী কিছু লোক রাস্তার উপরে ইটের দেয়াল তৈরি করেছেন এতে চলাফেরার সমস্যা সৃষ্টি হয়। এলাকাবাসী জানান রাজাবাড়ি ০১ নং ওয়ার্ডের নাসারী মাঠ থেকে বাউনী গার্লস স্কুলের ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ নিয়়িতম যাতায়াত করে আসছেন, কিন্তু বিগত কয়েক মাস আগে ইজ্জত আলী সরকারের ছেলে প্রভাবশালী বদিউল ইসলাম কমল, ওই রাস্তাটি প্রভাব খাটিয়ে বন্ধ করে দিয়েছেন, ডঃ আফাজ উদ্দিনের বাড়ি থেকে যে রাস্তাটি বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন সরকার নামের রাস্তার সাথে সংযুক্ত হয়েছে তার একটু সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন,যার কারনে এলাকাবাসী ও স্কুল গামী ছাত্র ছাত্রীদের যাওয়া আসার সমস্যা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ দিনের ব্যবহৃত রাস্তাটির মাঝে ইটের দেয়াল নির্মাণ করে স্বাভাবিক চলাফেরা সমস্যা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত সমাধানের জন্য প্রশাসনের কাছে সু-দৃষ্টি কামনা করেছেন।