সিরাজগঞ্জের সদর উপজেলার শালুয়াভিটায় সড়ক ও জনপদের জমিতে থাকা অবৈধ ৫০টি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান।
এর আগে দখলকারীদের সরে যাবার জন্য নির্দেশ দেওয়া হলেও কেউ তা না মানায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযান সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার পারভেজ, পৌর ভূমি সহকারী নজরুল ইসলাম, সার্ভেয়ার নুরুল ইসলাম, নায়েব আব্দুল হালিম, রহমত আলীসহ পুলিশের কর্মকর্তা ও আনছার ব্যাটিলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।