আলমডাঙ্গা থেকে ইউনুছ আলী মন্ডলঃ
গত সোমবার গভির রাতে প্রেমিক নাতি ছেলের বিয়ের খবরে বেশামাল হয়ে মোবাইল ফোনে মানিক নামের এক যুবক কে ঘরে ডেকে নিয়ে ধারাল ব্লেড দিয়ে লিঙ্গ কেটে দিল পাতানো দাদি। জানাগেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাস পুর ইউনিয়নের পাইক পাড়া গ্রামের সাজ্জাদ আলী ১১ মাস পূর্বে ভাগ্য পরিবর্তনের জন্য শ্রমিক হিসাবে মালএসিয়াতে গিয়েছে। ঐ সুযোগে স্ত্রী ২ সন্তানে জননি সখের বানু বাড়ির পাশে পাতানো নাতি ছেলে মানিকের সাথে গড়ে তোলে অবৈধ শাররীক সম্পর্ক।সে ঐ গ্রামের আলমগীর হোসেনের ছেলে।ইতো মধ্যে প্রেমিক মানিকের বিয়ের দিন ক্ষন ঠিক হয়ে পড়ায় পাতানো দাদীর মাথা খারাব হয়ে যায়।গত সোমবার গভির রাতে কৌশলে নাতি ছেলেকে মোবাইল ফোনে ডেকে ঘরের বিছানায় তুলে নিয়ে উত্তেজিত হলে ঐসময় হাত দিয়ে লিঙ্গ চেপে ধরে ধারাল ব্লেড দিয়ে পোস মেরে কেটে দিলে রক্তাক্ত ভাবে যখম হয়। নাক লজ্জ ধুয়ে খেয়ে আত্মচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে লিঙ্গে ৯ টি সেলায় দেয়ার খবর পাওয়া গেছে।এ রিপোর্ট লেখা পযর্ন্ত হাসপাতালে ভর্তি রয়েছে।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে কি তা জানা যায়নি। এ বিষয়ে এলাকায় চায়র দোকান ও গ্রাম্য বাজারে মুখোরচক গল্পে রুপান্তরিত হয়েছে।