মোঃ রমজান আলী রুবেল, স্টাফ রিপোর্টার ঃ
গাজীপুর শ্রীপুর থানাধীন জৈনা বাজারে বাদশা মার্কেটে, জুতার দোকানে ভয়াবহ অগ্নি কান্ডে আনুমানিক ৩ লক্ষাধিক টাকার মালামাল সহ পুড়েছাই হয়েছে দুটি দোকান । বৈদূতিক গোলোযোগ থেকে রাত ৯ টা ১৫ মিঃ আগুন লেগেজায় পরে শ্রীপুর মাওনা ফায়ার সার্ভিসে খবর দিলে, দ্রত মাওনা ফায়ার সার্ভিস এর একটি ইউনিট এসে প্রায় ৩০মিঃ এর চেষ্টায় আগুন নিবাতে সক্ষম হয়, এতে দুই দোকানের মালিক মোঃ বিল্লাল ও মোঃ তুহিন বাংলা নিউজ টিভিকে জানান হটাৎ বিদূৎ এর সর্ট সার্কিট থেকে, আগুন লেগে জায়, জুতায় প্লাষ্টিক জাতীয় পদার্থ বেশী থাকায়, আগুন দ্রত ছড়িয়ে পড়ে, এলাকার লোকজন ও ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিবাতে সক্ষম হয়, এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়েগেছে। শ্রীপুর মাওনা ফায়ার সার্ভিস এর ষ্টেশন ইন্চার্জ, রাম প্রশাদ পাল বাংলা নিউজ টিভিকে জানান, আগুনের খবর পেয়ে আমরা দ্রত এসে দোকান দুটির আগুন নিয়ন্ত্রনে আন্তে পেরেছি তবে দোকান দুটিতে প্লাষ্টিক জাতীয় জুতা বেশী থাকায় ক্ষতির পরিমান বেশী, প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়েগেছে।