নাজমুল ইসলাম গাজীপুর শ্রীপুুর থেকে:
গাজীপুরের শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল তিনটায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগ অফিস কার্যালয়ে এ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল আলম প্রধানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
এসময় তিনি বলেন, যারা জনকল্যাণমুখী, যারা মানবতামুখী যারা দেশ ও সমাজের জন্য কাজ করবে ত্যাগী জনপ্রিয়, যাদের জনগণের কাছে গ্রহনযোগ্যতা আছে তাদেরকেই আওয়ামীলীগের কমিটিগুলোতে মূল্যায়ন করা হবে।কোন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী যেন
কমিটিতে কোন স্থান না পায় এদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
আরও বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ূন কবির হিমু, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, সদস্য আ: লতিফ, মাওনার সাবেক চেয়ারম্যান আমির হামজা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাফি উদ্দীন মোড়ল প্রমূখ।
উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগ নেতা মাসুদ আলম ভাংগী, শ্রীপুর পৌরসভার কাউন্সিলর শাহজাহান মন্ডল, আওয়ামী লীগ নেতা নূরে আলম মোল্লা, মাহবুব হাসান, আঃ মালেক মিতু, শ্রমিকলীগনেতা ইউসুফ কাজী, আরজু সরকার,
ছাত্রলীগ নেতা রসি সরকার, শেখ সেলিম, মাসুম মন্ডল, পৌর যুবলীগ নেতা, নাজমুল হাসান, মুরাদ খান
সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়ন আওয়ামীলীগেরই সন্মেলনের নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়েছে। তারিখ নিম্মরূপ-
১। ২৬ শে সেপ্টেম্বর বরমী ইউনিয়ন সকাল ১০ টায়।
২। ২৮ শে সেপ্টেম্বর মাওনা ইউনিয়ন সকাল ১০ টায়।
৩। ২৯ শে সেপ্টেম্বর গোসিংগা ইউনিয়ন সকাল ১০ টায়।
৪। ৩০ সেপ্টেম্বর প্রহলাদপুর ইউনিয়ন সকাল ১০ টায়।
৫।১লা অক্টোবর রাজাবারী ইউনিয়ন সকাল ১০ টায়।
৬।৩ রা অক্টোবর তেলিহাটি ইউনিয়ন সকাল ১০ টায়
৭। ৫ অক্টোবর গাজীপুর ইউনিয়ন সকাল ১০ টায়
৮। ৮ ই অক্টোবর কাওরাইদ ইউনিয়ন সকাল ১০টায়।