
স্টাফ রিপোটার্র রমজান আলী রুবেল:
গাজীপুরের শ্রীপুর সাতখামাইর এলাকায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ পারভেজ নামে একজন নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহত পারভেজ ডাকাত ও মাদকব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৬টি শটগান, ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত মাসুদ পারভেজ শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
গত রাত সাড়ে ৩টার দিকে একদল ডাকাত শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে, র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুরলে। র্যাব পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই মাসুদ পারভেজ গুলিবিদ্ধ হয়ে মারা যান ।
নিহত পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩ টি মামলা রয়েছে জানায় র্যাব।