অভিনয় করেছেন বায়োপিক থেকে শুরু করে বিগ বাজেটের ইতিহাসনির্ভর ছবিতে। প্রচলিত বাণিজ্যিক ছবির বাইরে এক বছরে বেশ কয়েকটি বিষয়ভিত্তিক ছবিও করেছেন। কিন্তু কিছুতেই ব্যর্থতা পিছু ছাড়ছে না সোনাক্ষী সিনহার। নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়ে অভিনেত্রী বলেছেন, ভালো ছবির চিত্রনাট্য খুব একটা পাচ্ছেন না তিনি। কারণ হিসেবে বলছেন অভিনেতা, পরিচালকদের সঙ্গে তাঁর ‘দূরত্ব’। ‘এটা সত্যি যে আপনি যদি বিশেষ কোনো অভিনেতা, পরিচালকদের কাছের মানুষ হন তবে কাজ পাবেন। কিন্তু আমি এসব থেকে সব সময়ই দূরে থেকেছি। সবার সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে। কিন্তু কোনো দল বা গ্রুপের মধ্যে আমি নেই,’ বলেন সোনাক্ষী। সে কারণে বেশ কয়েকটি ছবি হাতছাড়া হয়েছে বলে দাবি তাঁর। সাক্ষাৎকারে অভিনেত্রী আরো জানিয়েছেন, অভিনয়ের বাইরে ফ্যাশন লাইন শুরুর পরিকল্পনা করছেন। তবে কি বলিউড ক্যারিয়ারের অনিশ্চয়তা থেকেই পোশাক ব্যবসায় নামবেন? ‘একদমই না। আমি ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী। অভিনয়ে না এলে ওটাকেই ক্যারিয়ার হিসেবে নিতাম। সব সময় স্বপ্ন ছিল নিজের মনের মতো একটা ফ্যাশন লাইন দেব। কিন্তু নানা ধরনের প্রস্তুতি নিতে নিতে কিছুটা সময় লেগে গেল।’