বকুল সরকার, গাজীপুর মহানগর প্রতিনিধি :
গাজীপুর জেলার গাজীপুরা এলাকায় ৪৮(আটচল্লিশ) পিস ইয়াবাসহ ০২(দুই) জন ইয়াবা ডিলারকে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প ।
বুধবার বাতে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর, টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব গাজীপুরা কাজী খলিল উল্লাহ রোড পূর্নতা ডিপার্টমেন্টাল সেন্টার এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ সবুজ হাসান@সোহেল(২১), পিতা-মোঃ সালাহ উদ্দিন, মাতা-মোসাঃ সুমি বেগম, সাং-এরশাদনগর, বাসা নং-১৮৬, ৬ নং বøক, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ২। মোঃ জাবেদ মিয়া(২৭), পিতা-মৃত নুরু মিয়া, মাতা-মোসাঃ রাবেয়া বেগম, সাং-এরশাদনগর, ৭ নং বøক, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দেহ তল্লাশী করে তার দখল হইতে ৪৮(আটচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৩৮০/-(দুই হাজার তিনশত আশি) টাকা এবং ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা তাদের হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ ধারার অপরাধ করছে।
উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।