“দেশ জাতি ও গণমাধ্যমের কল্যাণে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও আশ্রমপাড়ায় সংগঠনটির নিজস্ব অফিসে এ প্রতিষ্ঠা বাষিকী অনুষ্ঠিত হয়।সংগঠনটির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি শাহিন ফেরদৌস কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় বাংলার আলো পত্রিকার সম্পাদক প্রশান্ত কুমার জনার্ধন, সাংবাদিক মইনুদ্দিন তালুকদার হিমেল, আবুল খায়ের , সদস্য মোতাহার হোসেন, এম এ সালাম রুবেল, হাসান বাপ্পি, উপদেষ্টা পরিষদের সদস্য সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী প্রমুখ।