বাগেরহাট প্রতিনিধি: সৈয়দ ওবায়দুল হোসেন;
বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ২ দিন পর সিয়াম নামের ৭ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময়ে ওই শিশুর সৎ মা ফেরদৌসিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ থানা পুলিশ বাড়ীর পাশের বাথরুমের কাছ থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম জানান, রবিবার থেকে শিশু সিয়াম নিখোঁজ রয়েছে। বাড়ীর লোকেরা খোঁজাখুজির পর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ মোরেলগঞ্জের হোগলাবুনিয়া ইউনিয়নের বদনী ভাঙ্গা গ্রামের বিভিন্ন স্থানে গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে দিন ভোরে বাথরুমের পাশে সন্দেহজন মাটির স্তুপের খবর পেয়ে সেখান থেকে মাটি খোঁড়ার পর শিশু সিয়ামের মৃহদেহ উদ্ধার করা হয়। এ সময়ে ওই বাড়ী থেকে সিয়ামের সৎ মা ফেরদৌসি (২৩) কে আটক করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে, শিশু সিয়ামকে হত্যার পর লাশ গুম করতে মাটি চাপা দেওয়া হতে পারে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো সম্ভব হয়ে বলে ওসি জানান।