ভারতের রাজস্থানে রামলীলার অনুষ্ঠান চলা অবস্থায় দশরথের মৃত্যুর দৃশ্যে অভিনয় করছিলেন ৬৫ বছর বয়সী এক অভিনেতা। আজ বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। সেখানে অভিনয় করতে করতেই মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি।
জানা গেছে, ঝুনঝুনু এলাকায় পালা চলছিল গত মঙ্গলবার রাতে। সে সময় মঞ্চে দশরথের ভূমিকায় অভিনয় করছিলেন কুন্দন লাল। রামের বনবাসে যাওয়ার সময় দশরথের মৃত্যুর দৃশ্য চলছিল সে সময়। ছেলের বনবাসে যাওয়ার দুঃখ নিতে পারেননি দশরথ। সে সময় তার মৃত্যু হয়।
রামলীলা পরিষদের এক সদস্যের বক্তব্য অনুযায়ী, চুরুর বাসিন্দা লাল দশরথের চরিত্রে অভিনয় করছিলেন। তিনি যথেষ্ট স্বাস্থ্যবান। অসাধারণভাবে অভিনয় করছিলেন তিনি। কিন্তু অদ্ভুতভাবে সে সময় মৃত্যু হয় তার। আর উঠতে পারেননি তিনি।
বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। কয়েক বছর আগে কুন্দন লালের ভাইও একইভাবে দশরথের চরিত্রে অভিনয় করার সময় মঞ্চে মারা গিয়েছিলেন।