মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরে ছিনতাইকারী গ্রেফতার।
গাজীপুরের ভোগড়া এলাকা থেকে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় সুইচ গিয়ার চাকু এবং ইয়াবা উদ্ধার করা হয়।
জিএমপি গাজীপুর বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাই দল ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে জানতে পেরে অভিযান চালায় র্যাব।
কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর বাসন থানাধীন দক্ষিণ ভাওরাইদ এলাকার আঃ জব্বার এর বসত বাড়ীর পাশে বাগানের ভিতর অভিযান পরিচালনা করেন।
এ সময় মোঃ ইসমাইল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে সুইচ গিয়ার চাকু ও ১৩০ পিস ইয়াবা এবং অন্যান্য জিনিস উদ্ধার করা হয়।