এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
‘মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনকে না বলুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভার আয়োজন করে হরিণাকুন্ডু থানা। সভায় ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ-উজ-জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভায় হরিণাকুন্ডু উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমামসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া ও বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন বন্ধের জন্য পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আশার আহ্বান জানান।