মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কৃষক লীগ।
২১ সেপ্টেম্বর ২০১৯ রোজ শনিবার বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো: মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক এডভোকেট খোন্দকার শামসুল হক রেজার নেতৃত্বে কেন্দ্রীয়, ঢাকা মহানগর, বিভিন্ন জেলার প্রায় ৩৫০ জন নেতা কর্মীর ৪০টি গাড়িবহর নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করে।শ্রদ্ধা নিবেদন শেষে তবারক বিতরণ হয়।
অতপর বঙ্গবন্ধু মাজার সংলগ্ন রাস্তার পাশে বজ্রপাত প্রতিরোধমুলক তালগাছের চারা রোপণ এবং কোটালীপাড়ার একটি স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে তাল গাছের চারা’সহ বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।
বঙ্গবন্ধুর আদর্শে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিয়ে বাংলাদেশ কৃষক লীগ এগিয়ে যাচ্ছে।দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবজ্জল ভূমিকা পালন করে আসছে।