মোঃনাজমুল হোসেন শ্রীপুর থেকেঃ
গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে গনি মিয়া (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত গণি মিয়া ভূতুলীয়া গ্রামের নজরুল ইসলাম ওরফে নব্বেছ আলীর ছেলে। সে স্থানীয় ধনুয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে গনি মিয়া বন্ধুদের সঙ্গে একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ফুটবল খেলতে যায়। এ সময় হঠাৎ আকাশ অন্ধকার করে বজ্রসহ বৃষ্টি শুরু হলে গনিম মিয়া তাল গাছের নিচে আশ্রয় নেয় এবং এ সময় বজ্রপাতে গণি মিয়া ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানান,শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, শনিবার বিকালে বৃষ্টি শুরু হলে গণি মিয়া তাল গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।