আলমডাঙ্গা থেকে ইউনুছ আলী মন্ডলঃ
গতকাল রাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে২ মাদক সেবী কানোনও ইমরুল সহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার করেছে।জানাগেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর এলাকা গোবিন্দ পুর গ্রামের অভিযান চালিয়ে সেন্টু আলীর ছেলে মাদক সেবী কানোন (৩৫) ও একই এলাকার এরসাদ পুর গ্রামের মহিউদ্দিনের ছেলে ইমরুল (৩৮) কে মাদক সেবন কালে হাতেনাতে আটক করেছে। অপর দিকে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন গ্রামে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত রাষ্ট্র আরও ৬ আসামিকে আটক করেছে। এরা হলেন পৌর এলাকা গোবিন্দ পুর গ্রামের রুহুল আমিনের ছেলে লাল্টু(৩৬) স্টেশন পাড়ার রেজাউলের ছেলে রুবেল(২৬) রাধিকা গন্জের আব্দুস সামাদের ছেলে আনওচুর (৩৮) মতলেব আলওর ছেলে আব্দুল্লা ওরফে নাজির মালোক শরিফ এর ছেলে সেন্টু শরিফ ও পোলতা ডাঙ্গা গ্রামের আজগার আলীর ছেলে বাবুল (৪২) সহ মোট ৮ জন গ্রেফতার করে চুয়াডাঙ্গা আদালতে প্রেরন করেছে। উপর উল্লেখিত ২ মাদক সেবীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।