ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার।
ওসি আব্দুল কাদের জেলানীর নেতৃত্বে সার্জেন্ট ফিরোজ হোসেন গোপন সংবাদ পেয়ে ৩০ বোতল ফেন্সিডিল সহ দূর্জয় মালাকার বিটু (২২)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ সেপ্টেম্বর সোমবার দুপর সোয়া ১২ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদাফার্ম কাটানামক স্থানে তাকে আটক করেন।
দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী পূর্ণভবা ঢাকা-মেট্রো- জ-১৪-০৩৪৮ যাত্রীবাস থেকে তল্লাশী করে তাকে আটক করে।
আটকৃত হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার বিরামপুর কাতলা পাড়া গ্রামের বিমল মালীর পুত্র দূর্জয় মালাকার বিটু(২৩)।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানায় হাইওয়ে ওসি আব্দুল কাদের জেলানী ।