ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বেপারী কে নিয়ে গুজব ছড়ানো হয়েছে উনি মারা যান নি।
কাওরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হাই মারা গেছে এই মর্মে কয়েকটি খবর ফেসবুকে প্রকাশিত হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট গুজব।আব্দুল হাইয়ের ছোট ভাই সফিকুল ইসলাম জানান, আজ রাত ৮টার কিছু আগে কাওরাইদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মমিনুল কাদের জিন্নাহ তাকে জানান, কাওরাইদ ইউনিয়নের সচিব আলমগীর হোসেন(০১৭১১৭১৪৯৫৪) জানিয়েছেন, কারাবন্ধি আব্দুল হাই গুরুতর অসুস্থ বলে শ্রীপুর থানার এসআই পরিচয়ে জনৈক আলম(০১৩০৫০২৮৬০৪) সচিবকে খবর দিয়েছেন। কথিত দারোগা আলম বন্দি আব্দুল হাই বেপারী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি মর্মে জানিয়ে কর্তব্যরত একজন ডাক্তারের নম্বর দেন। অতঃপর সফিকুল ইসলাম ওই ডাক্তারকে(০১৮২৩৫৪০১৯৩) ফোন দিলে তিনি জানান, আপনার ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভতি হয়েছেন। ১৫ মিনিটের মধ্যে অপারেশন না করলে তিনি মারা যাবেন। তাই অপারেশনের জন্য ৪০ হাজার টাকা এখনি পাঠাতে হবে। অতঃপর ডাক্তারের দেয়া একটি বিকাশ নম্বর(০১৯০৬১৮৫৯৮৯) দিলে সফিক ওই নম্বরে ৪০ হাজার টাকা পাঠান। এরপর থেকে ডাক্তার, কথিত দারোগার নম্বর এবং বিকাশ নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এরপর সফিকুল ইসলাম কারাগারে যোগাযোগ করে জানতে পারেন তার ভাই আব্দুল হাই বেপারী সুস্থ আছেন। বিষয়টি শ্রীপুর থানার ওসিকে জানানো হয়েছে বলে জানান আব্দুল হাই বেপারীর পরিবার।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]