৫০ ওভারের ফরম্যাটে ইতিমধ্যেই প্রথম শিরোপা জেতা হয়ে গেছে বাংলাদেশের। দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে প্রথম কোনো ট্রফি উঁচিয়ে ধরতে পেরেছে মাশরাফির মুর্তজার দল।
আজ মঙ্গলবার দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এবার সুযোগ টি-টোয়েন্টি ট্রফি জয়ের। প্রতিপক্ষ আফগানিস্তান টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ শক্তিশালী। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।২০০৬ সালের ডিসেম্বরে দ্বিপক্ষীয় সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় বাংলাদেশের। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ। এরপর ৮টি টুর্নামেন্টে অংশ নিয়ে ৩বার ফাইনালে খেলেও কোনো শিরোপা আসেনি ঘরে। এবার নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে কোন টুর্নামেন্টে চতুর্থবারের মত ফাইনালে উঠলো সাকিব আল হাসানের দল। সেটাও আবার দেশের মাটিতে। প্রতিপক্ষ আফগানিস্তান এই ফরম্যাটে বাংলদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী।