আলজেরিয়ার একটি হাসপাতালে আগুন লেগেছে। এ ঘটনায় ৮ শিশু মারা গেছে। মৃত শিশুরা সবাই নবজাতক। আজ মঙ্গলবার এল ওয়েদ প্রদেশের আল-আম বশির বিন নাসের হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও স্থানীয় গনমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই হাসপাতালের প্রসূতি বিভাগে আগুন লেগেছে। এ ঘটনায় ১১ নবজাতক, ৩৭ মা এবং হাসপাতালের ২৮ কর্মীকে উদ্ধার করা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই একটি তদন্ত শুরু হয়েছে।
এদিকে, আলজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মশা নিয়ন্ত্রণের একটি ডিভাইস থেকে আগুন ছড়িয়ে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করা হচ্ছে।
সূত্র: সিএনএন, রয়টার্স