কেকপঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা ববি কলকাতায় ‘রক্তমুখী নীলা’ ছবির কাজ শেষ করেছেন।জয়দীপ মুখার্জি পরিচালিত এ ছবিতে নীলা চরিত্রে দেখা যাবে বিজলি খ্যাত এই নায়িকাকে। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এরইমধ্যে নতুন খবর দিলেন ববি। একই নির্মাতার আরো একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, গেল শুক্রবার কলকাতায় ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ববি। অমলাদিত্য ফিল্মস প্রযোজিত এ ছবির নাম এখনো ঠিক হয়নি। এ ছবিতে ববির বিপরীতে নায়ক কে থাকছে তাও জানা যাবে আগামী মাসের মাঝামাঝিতে।
এ বিষয়ে চিত্রনায়িকা ববি বলেন, আগের ছবির গল্পটি ছিল থ্রিলার। তবে এবারের গল্প অন্যরকম। বরাবরের মতো প্রধান চরিত্রে আমিই থাকছি। এবারো নতুন একজন নায়ককে আমার বিপরীতে নেয়ার কথা। সব কিছু জানা যাবে আগামী মাসের মাঝামাঝিতে। তবে সহঅভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে কিছু চমক থাকবে।
গেল ঈদুল আজহায় মুক্তি পায় ববি অভিনীত ‘বেপরোয়া’। রোমান্টিক-অ্যাকশন সিনেমাটিতে তার বিপরীতে দেখা গেছে জিয়াউল রোশানকে। কলকাতার রাজা চন্দ এ ছবিতে ববির গ্ল্যামার ভক্তদের মুগ্ধ করেছে। আর গেল রোজার ঈদে ‘নোলক’ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা গিয়েছিল ববিকে।