বাংলাদেশে বিনিয়োগ করে সমৃদ্ধির অগ্রযাত্রায় অংশীদার হতে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স আয়োজিত মধ্যাহ্ন ভোঁজ সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানী খাতে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ ও সম্ভাবনা রয়েছে।
ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের এই মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। আর সন্ত্রাসবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেয়ায় অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন সমৃদ্ধ।
সভায় মার্কিন ব্যবসায়ীরাও বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। বিনিয়োগের সুষ্ঠু পরিবেশের কথা জেনে, সন্তুষ্টির কথাও জানিয়েছেন তারা। সভায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।