বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় মা’দ’ক’সে’বীর কা’রা’দ’ণ্ড, গাজীপুরে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ উদযাপিত দুই জেলার সীমান্তবর্তী কারখানায় মজিদ বাহিনীর তাণ্ডব।  বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত বেলকুচিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্র দলের মানববন্ধন  জাংগই হাট-বাজার সমিতির নির্বাচনে সভাপতি দেলোয়ার সম্পাদক হাফিজুল চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূ’র্ঘ’ট’না’য় বাবা-ছেলেসহ তিন জনের মৃ’ত্যু বগুড়া শাজাহানপুরে অ’বৈধ এ’সি’ড ব্যাটারি প্রক্রিয়াজাতে ভ্রাম্যমান আদালতের হানা উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ফরিদপুরে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজ ছাত্র নি’হ’ত, আ’হ’ত-২ গাজীপুরে সরকারি রাস্তা ভাড়া চলছে দৈনিক হারে মহেশপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা-র‌্যালী ও জয়িতাদের মাঝে সম্মাননা প্রদান অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় স্থল মহেশপুরের উকড়ির বিল শূন্য থেকে অর্ধশত কোটি টাকার মালিক ক্যাসিনো সম্রাট মমিনুল ইসলাম মুক্তা  লালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত সিরাজগঞ্জে সায়দাবাদ বেলকুচি এনায়েতপুর সাথিয়া মাধবপুর হাইওয়ে সড়ক আমিরুল ইসলাম খাঁন আলিমের প্রচেষ্টায় সাক্ষরিত অনুমোদন,  হিলিতে বেড়েছে  শীতের তীব্রতা ফরিদগঞ্জে ৩ যুবদল কর্মী হ’ত্যা’য় ১১ বছর পর মা’ম’লা বগুড়া ধুনটে ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদকসহ ২০ মা’ম’লা’র আ’সা’মী লস্কর গ্রে’প্তা’র চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হ’ত্যাচেষ্টা মা’ম’লা’র আবেদন

স্পেনে মাদারীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সফিক খানকে সংবর্ধনা

কবির আল মাহমুদ, স্পেন :

বৃহত্তর ফরিদপুরের (মাদারীপুর) কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাদারীপুর সদর উপজেলার সাবেক দুই বারের সফল চেয়ারম্যান পাভেলুর রহমান সফিক খানকে গণসংবর্ধনা দিয়েছে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি স্পেন। স্থানীয় সময় বুধবার রাজধানী মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস সংলগ্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে আয়োজিত হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠান।

বৃহত্তর ফরিদ পুর কল্যাণ সমিতির সভাপতি হেমায়েত খানের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের  শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মোঃ আবু বক্কর। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি পাভেলুর রহমান সফিক খান ও তার সফরসঙ্গী ব্যাবসায়ী নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ইলিয়াছ হাওলাদার এবং ইতালী প্রবাসী নূর হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন বৃহত্তর ফরিদ পুর কল্যাণ সমিতি স্পেনের নেতৃবৃন্দ।
সংগঠনের উপদেষ্টা রিজভী ও সাধারন সম্পাদক তুতা কাজীর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সভাপতি এস আর আই এস রবিন, সিনিয়র সহ সভাপতি ব্যাবসায়ী আলামীন মিয়া, সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, দেশ কণ্ঠ পত্রিকার সম্পাদক এ কে এম জহিরুল ইসলাম, বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির সাধারন সম্পাদক রাসেল দেওয়ান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক আবুল হাশেম (মেম্বার), যুবনেতা এনাম আলী খান প্রমুখ।
অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা  ডাক্তার দুলাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী, আব্দুল ওয়াদুদ,টিপু সুলতান, শাখাওয়াত হোসেন বাবলু, রুবেল খান,হোসাইন নূর,কবির হোসেন, ইকবাল হোসেন, আব্দুল আজীজ, নজরুল ইসলাম রানা, জাকির হোসেন জহির,আব্দুর রাজ্জাক,বিষ্ণু দে, ইউনুস শেখ, শফিকুল ইসলামসহ আরও অনেকে।

এসময় সংবর্ধিত প্রধান অতিথি পাভেলুর রহমান সফিক খান  প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও সল্প সময়ের মধ্যে সময় করে এমন একটি আয়োজন করার জন্য বৃহত্তর ফরিদ পুর কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীরা আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নানা সময়ে দেশে গেলে তাদের বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হতে হয়।
অনেক প্রবাসীর লাশ দেশে পাঠানো নিয়ে ভোগান্তি হয়। আমি সব সময় প্রবাসীদের এসব অধিকারগুলো নিয়ে কথা বলি। এই সমস্যাগুলো নিরসন হওয়া উচিৎ।তিনি প্রবাসীদের সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং সংশ্লিষ্ট মহলকে জ্ঞাত করার আশ্বাস প্রদান করেন। স্পেনে  যাতে বাংলাদেশের মুখ সব সময় উজ্জ্বল থাকে এ দিকে খেয়াল এবং সবার প্রতি সবার সহমর্মিতা রেখে চলার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি হেমায়েত খান সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত কমিউনিটি ব্যাক্তিবর্গকে অনুষ্ঠানে যোগ দেয়ায় ধন্যবাদ জানান। শেষে নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বৃহত্তর ফরিদ পুর কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

One response to “স্পেনে মাদারীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সফিক খানকে সংবর্ধনা”

  1. Hello! Thiss іs kіnd of offf topіc ƅᥙt I need some guіdance from
    an established blog. Is it tough to set up your own blog?
    I’m not very tеchincal but I can fiigure things out pretty fast.
    I’m tһinking about setting up my own but I’m not ѕure where to start.
    Do you have any points or suggestions? Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com