গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহড়ের উদয়সাগড় (ফকিরপাড়া) গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী জাহেরা বেগম (৭৫) ।
ভিক্ষা করে জীবন যাপন করছে তিনি,যে দিন ভিক্ষায় যেতে পারে না সে দিন না খেয়ে থাকতে হয় এই ভিখারীনিকে।
কোন দানশীল পরোপকারি বা জনপ্রতিনিধিদের সহায়তা পায়নি এই বৃদ্ধা রভিখারীনি জাহেদা। অসহায় নারী জাহেরা বেগম (৭৫)।
অসহায় মানুষটি কে সহায়তা প্রদানে জেলা প্রশাসক মহোদ্বয় ও সমাজের দানশীল বিত্তশালীদের আশুদৃষ্টি কামনা ও সহায়তা প্রদানের অহবান জানান এই বৃদ্ধা।
শেষ বয়সে আর ভিক্ষা করতে ভাললাগে না।আর না খেয়েও থাকতে পারি না। কবে মরে থাকব কেহ জানবেও না। এক অসহায় জাহেদা না থাকলে এই সমাজের কিছু যায় আসবে না। কেহ কিছু না দিলেও অনুরোধ রইল আমাকে মাটি দিতে আসবেন।