পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের পথে এগুচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। আজ রবিবার লিঙ্কনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিংতোপে মাত্র ১৭৬ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগার যুবাদের। দলীয় ১১ রানেই ফিরো যান ওপনার ইমন। এরপর অবশ্য ছোট ছোট জুটিতে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তানজিদ-হৃদয়রা। ইতোমধ্যেই তাদের ব্যাটে দলীয় শতক পার করেছে বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৩৪ রান। আকবর আলী ২৬ ও শাহাদত ১৯ রানে অপরাজিত আছেন।