
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খেশরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোস্তুফা আহমদ চৌধুরী (৭২) শুক্রবার রাতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন।
শনিবার দুপুরে মরহুমার বাড়ীর পাশে জানাযা নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাম প্রদর্শন করেন জকিগঞ্জ উপজেলা নিয়ের্বাহী অফিসার বীজন কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও জকিগঞ্জ পৌর মেয়ের আলহাজ্ব খলিলুর উদ্দিন, বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, জকিগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম, উপজেলা পিআইও আতাউর রহমান, মুক্তিযুদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, শাহগলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আকরাম আলী, মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী, বারহাল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য মুক্তাউর রহমান চৌধুরী চুনু মিয়া,বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মর্তুজা আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,বীর মুক্তিযোদ্ধা সংগা মিয়া, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান বিলাল আহম ও জকিগঞ্জ থানা পুলিশ সদস্যরা।
মোস্তফা আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট বিভাগীয় আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমদ, জকিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদ, এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক আহসান হাবীব লায়েক, উপজেলা আওয়ামী লীগের মহিলা সদস্য নীপা রাণী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সানজিদা রওশন শর্মিলী প্রমুখ।