মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ
শুভ শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন। শেখ হাসিনার সরকার, বারবার দরকার-এই স্লোগানের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৩ তম শুভ জন্মদিন পালন করছে মোহাম্মদপুর থানা ছাত্রলীগ।
২৮ সেপ্টেম্বর ২০১৯ রোজ শনিবার বিকালে রাজধানী মোহাম্মদপুর থানা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি দুর্দিনের কান্ডারী, সময়ের সাহসী সন্তান, রাজপথের সংগ্রামী নেতা, ছাত্র সমাজের অহংকার জনপ্রিয় ছাত্রনেতা জনাব মুজাহিদ আজমী তান্নার নেতৃত্বে মোহাম্মদপুর থানার বিভিন্ন শিক্ষা প্ৰতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি, মিষ্টি বিতরণ, আনন্দ শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বঙ্গবন্ধু কন্যা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মুজাহিদ আজমী তান্না বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কন্যা শেখ হাসিনা হাজারও সমস্যা আর ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করিয়েছেন। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আর তাই ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’।
শেখ হাসিনা তার মেধা আর যোগ্যতা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরেছেন এবং আন্তর্জাতিক মহল তার স্বীকৃতি দিচ্ছে। অপরদিকে বিদেশিরা তাকে ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত করেছে। সবমিলিয়ে বাংলাদেশ আজ অত্যন্ত অহংকারের আসনে বিশ্ব পরিমণ্ডলে অধিষ্ঠিত বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
তিান আরো বলেন আওয়ামী লীগ সরকারের ভিশন-২০২০ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে, আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনার হাতকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি, মিষ্টি বিতরণ, আনন্দ শোভাযাত্রা ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করা হয়।