মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে সরকারি রাস্তা ভাড়া চলছে দৈনিক হারে মহেশপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা-র‌্যালী ও জয়িতাদের মাঝে সম্মাননা প্রদান অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় স্থল মহেশপুরের উকড়ির বিল শূন্য থেকে অর্ধশত কোটি টাকার মালিক ক্যাসিনো সম্রাট মমিনুল ইসলাম মুক্তা  লালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত সিরাজগঞ্জে সায়দাবাদ বেলকুচি এনায়েতপুর সাথিয়া মাধবপুর হাইওয়ে সড়ক আমিরুল ইসলাম খাঁন আলিমের প্রচেষ্টায় সাক্ষরিত অনুমোদন,  হিলিতে বেড়েছে  শীতের তীব্রতা ফরিদগঞ্জে ৩ যুবদল কর্মী হ’ত্যা’য় ১১ বছর পর মা’ম’লা বগুড়া ধুনটে ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদকসহ ২০ মা’ম’লা’র আ’সা’মী লস্কর গ্রে’প্তা’র চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হ’ত্যাচেষ্টা মা’ম’লা’র আবেদন সংস্কার প্রস্তাব জনগণের কাছে পৌঁছাতে হবে: তারেক রহমান সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অ’প’হ’র’ণ! আ’ট’ক ৩ লালপুরে রেল লাইন ভাঙ্গন আতঙ্কে চলছে ট্রেন সাংবাদিকের নামে মিথ্যা মা’ম’লা’য় জড়িয়ে হ’য়’রা’নীর অভিযোগ, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে  মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অ’গ্নি’কা’ণ্ডে ২জনের মৃ’ত্যু তামাই ক্রীড়া এসোসিয়েশন কর্তৃক নাইট ফুটসাল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত,  বরগুনা জেলার আমতলী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি ইটভাটায় ঝুঁকিতে ছয় গ্রামের মানুষ। বরিশালে স্পিডবোটে দু’র্ঘ’ট’না’য় দুই দিন পর নদীতে ভাসমান অবস্থায় চালক ও যাত্রীর ম’র’দে’হ উদ্ধার। পাইকগাছায় পাখি সংরক্ষণে মাঠসভা ও গাছে গাছে পাখির বাসা স্থাপন নর্থ বেঙ্গল সুগার মিলে বয়লারের পাম্প হাউসে পড়ে কর্মচারীর মৃ’ত্যু 

একটি সেতুর অভাবে দুর্ভোগে পোহাচ্ছে তিনটি গ্রামের মানুষ !!!

মোঃনাজমুল হোসেন শ্রীপুর থেকেঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের পার্শ্ববর্তী তিন গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা দুটি গজারি গাছ দিয়ে নির্মিত সাঁকো। সেরার খালের ওপর কয়েক বছর আগে এলাকাবাসীরা নিজ উদ্যোগেই এই সাঁকোটি নির্মাণ করেন। চারদিকে উন্নয়ন আর উন্নত সভ্যতার ছোঁয়া লাগলেও এখানে যোগাযোগ ব্যবস্থার এমন প্রতিবন্ধকতায় প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে তিন গ্রামের বাসিন্দাদের। ফলে তাদের মাঝে বাড়ছে ক্ষোভ আর হতাশা।

শ্রীপুর সদরের দুই কিলোমিটার দুরেই গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রাম। সবুজ অরণ্যে ঘেরা আঁকাবাকা পথ বেয়ে একটি পিচ ঢালা পাঁকা সড়ক খালের পাড়ে গিয়ে শেষ হয়েছে। স্থানীয়রা এটিকে সেরার খাল নামেই ডাকেন। খালের অপর দুই পাশে রয়েছে বাউনী ও সিটপাড়া গ্রাম। তিনটি গ্রাম দিয়েই প্রবাহিত হয়েছে খালটি। এই খালের দুই পাশে দুটি পিচ ঢালা পাকা সড়ক থাকলেও হেরা পটকা এলাকায় একটি সেতুর অভাবে বিচ্ছিন্ন রয়েছে সড়কগুলো। বছরের অধিকাংশ সময় এই খালে পানির প্রবাহ থাকায়, দুটি গজারি গাছ দিয়ে নির্মিত সাঁকোই তিন গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা। তবে সাঁকো পারাপারে বয়স্ক, স্কুল-মাদ্রাসাগামী শিশু-কিশোর ও নারীদের বিড়ম্বনায় পড়তে হয়। ফলে সেতুর অভাবে কয়েক কিলোমিটার ঘুরে স্থানীয়দের যোগাযোগ রক্ষা করতে হয়।

হেরাপটকা গ্রামের আব্দুস সাহিদ আকন্দ জানান, খালে ওপর সেতু না থাকায় তিন-চার কিলোমিটার ঘুরে শ্রীপুর উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হয়। যখন খালে পানি থাকে না, তখন হেঁটে চলাচল করা যায়। কিন্তু বছরের অধিকাংশ খালে পানি থাকায় তিন গ্রামের লোকজনকে গাছের সাঁকো দিয়েই খাল পার হতে হয়। কিন্তু সাঁকোতে উঠলে শরীর কাঁপে। সেতুর অভাবে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কর্ণপুর-বাউনি পাকা সড়কও। এখানে একটি পাকা সেতু হলে এলাকার মানুষের ভোগান্তি কমবে।

হতাশা নিয়ে স্থানীয় ফজলুল হক জানান, যুগ যুগ ধরেই এখানে একটি সেতু নির্মাণ করা হবে বলে শুনে আসছি। তবে কবে যে হবে, সে কথা কেউ বলে না। দুটি গাছ দিয়ে কোনোমতে তৈরি করা সাঁকোতে উঠলেই হাত পা কাঁপা শুরু হয়।

হেরাপটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার জানান, আশপাশের কয়েকটি গ্রাম থেকে ক্ষুদে শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে পড়তে আসে। তবে বিদ্যালয়ে আসার পথে তাদের এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে হয়। ফলে বর্ষকালে যখন খালে পানি বেশি থাকে তখন সাঁকো পারাপারের ভয়ে বেশিরভাগ শিশু বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। বাবা-মায়েরাও খাল পার হয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না। কাছাকাছি আর কোনো বিদ্যালয় না থাকায় সাঁকো পার হবার ভয়ে অনেক শিক্ষার্থী বছরের অর্ধেক সময় পড়ালেখা থেকে বিরত থাকে।

গোসিঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য ফারুক আহমেদ জানান, উপজেলা সদরের খুব কাছের এই জনপদ সবচেয়ে অবহেলিত। সারা বছর ইউনিয়ন পরিষদের মাধ্যমে কাবিখা, টিআর, কাবিটা ও অতি দরিদ্র মানুষের কর্মসংস্থান প্রকল্প থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। তবে সরকারের এসব প্রকল্পে সেতু নির্মাণের কোনো বরাদ্ধ রাখা হয় না। এরপরও তিনি যখন নির্বাচিত ছিলেন তখন গ্রামবাসীদের সহায়তায় গাছ দিয়ে সাঁকো বানিয়ে আপদকালীন ব্যবস্থা করেছিলেন।

একই ওয়ার্ডের বর্তমান সদস্য হুমায়ুন কবির জানান, সেরার খালের ওপর সেতুর অভাবে মূলত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গ্রামগুলো। খালের দুই দিকে পাঁকা সড়ক থাকার পরও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে যানবাহন না চলায় শিশু, বয়স্ক ও অসুস্থদের নিয়ে প্রতিনিয়ত বিপদে পড়তে হয়। এছাড়াও সেতুর অভাবে গ্রামগুলোর অর্থনৈতিক গুরুত্ব কমছে।

গ্রামবাসীর দুর্ভোগ কমবে খালের ওপর দিয়ে একটি সেতু নির্মান হলে।শিগরই এই সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম প্রধান। তিনি জানান, উপজেলা পরিষদের দায়িত্ব নিয়েছেন ছয়মাস হলো, এরই মধ্যে স্থানীয়রা দুর্ভোগের বিষয়টি তাকে জানানোর  ভিত্তিতে তিনি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

4 responses to “একটি সেতুর অভাবে দুর্ভোগে পোহাচ্ছে তিনটি গ্রামের মানুষ !!!”

  1. A perѕon necessаrily lend a hand to mae seriously articles I might state.
    This iis the very first time I frequented youhr wеb page annd ѕso far?
    I surpriseԁ with the analysiѕ you made
    to creɑte this particular put uρ incredible. Great ρrocess!

  2. I’m truⅼy enjoүing tthe design and layout of your
    blog. It’s a very easy on the eyes whісh makes іt
    much more pleasant f᧐r mee to come here and visit more ⲟften.
    Ꭰid you hire out a designer to create your theme?
    Ԍгeаt work!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com