এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহের হরিণাকু ণ্ডু উপজেলা সংলগ্ন জাহিদুল এন্টারপ্রাইজে অভিনব কায়দায় চুরি।
শনিবার ভোর ৬.৩২ মিনিটে দোকানের সাটার ভেঙ্গে দোকানের টেবিলের ডইয়ারে থাকা ৩৭০০০/- হাজার টাকা সহ দোকানের অন্যান্য মালামাল চুরি হয়।
এ সময় জাহিদুল চুরি হওয়ার কয়েক মিনিট পর দোকানে এসে দোকানের সাটার ভাঙ্গা ও দোকানের বাহিরে কয়েকটি ঝুড়ি দেখে সন্দেহ হলে দোকানের ভিতর গিয়ে দেখে টেবিলের ডইয়ার ভাঙ্গা এবং টেবিলে থাকা নগদ ৩৭০০০/- হাজার টাকা সহ বেশ কিছু মালামাল হারিয়ে গেছে।
ঘটনায় দোকানে থাকা সি সি টি ভি দেখে অপরিচিত চোর গুলো সনাক্ত করে এবং হরিণাকুণ্ডূ থানায় অজ্ঞাত ৫ জনের নামে জিডি করে।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান শনিবার ভোরে অপরিচিত কে বা কাহারা জাহিদুল এন্টারপ্রাইজের সাটার ভেঙ্গে দোকানে থানা নগদ টাকা সহ বেশ কিছু মালামাল চুরি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সিটি টিভির ভিডিও দেখে চোর সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Miễn phí vận chuyển cùng với lô hàng trên 1.000.000
đ. http://socialmediainuk.com/story4437990/kem-s%C3%A2m-ng%E1%BB%8Dc-linh-s%E1%BB%87t-tr%E1%BB%8B-n%C3%A1m-skginseng
Sử dụng kem từng ngày vào bữa tối trước khi đi
ngủ. https://potads-classifieds.ml/user/profile/ElmaU597898
Sử dụng kem từng ngày vào bữa tối trước khi đi ngủ. https://potads-classifieds.ml/user/profile/ElmaU597898