
এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে চ্যানেল আইয়ের ২১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে র্যালী প্রর্দশন, কেক কাটা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ হল রুমে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, ৫০-বিজিবি’র কর্মকর্তা রাজু আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মঞ্জু আলম সরকার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, চেম্বার অব কর্মাসের প্রতিনিধি মামুন উর রশিদ, অ্যাড. ইমরান হোসেন চৌধুরী, প্রমুখ । পরে কেক কাটা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠান পরি সমাপ্তি ঘটে ।অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন সাবেক ক্রীড়া অফিসার আবু মহীউদ্দিন আহমেদ ।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক সহ চ্যানেল আইয়ের ভক্ত দর্শক, সুধীজন, গুণীজনের অনেকেই উপস্থিত ছিলেন।