এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ফারাক্কার পানি যখন গড়াই পদ্মায় থইথই তখন আতংকে দিন কাটছে সকলের ঠিক তখনই কাজ না থাকার অভিযোগে অফিস করছে না ঝিনাইদহের হরিণাকুণ্ডু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
পানি উন্নয়ন বোর্ডে কাজ করতে আশা ভুক্তভোগি এমনটাই জানান,তিনি নাম না প্রকাশের শর্তে বলেন,আমি গত কয়েকদিন যাবৎ অফিসে এসে দেখি অফিসে কেও থাকে না। বিস্বাস না হলে আপনি দেখুন,অথবা তদন্ত করুন,দেখবেন শতভাগ ঠিক। এমন হতভাগার কথা শুনে পানি উন্নায়ন বোর্ডে এসে তার জোড়ালো প্রমাণ মেলে।
অফিসে গেলেই দৌড়ে আসে এক কর্মকর্তা ,দৌড়ে আশা দেখে সন্দেহ আরো দিগুন, এসময় জানতে চাইলে তিনি ভিডিও না করার শর্তে সবি বলেন,তার অনুরোধে ভিডিও বন্ধ রাখি। তিনি প্রথমে বলেন, সবাই অফিসে আসার পর ফিল্ডে চলে গেছেন, আমাদের তো অফিসে কোন কাজ থাকে না, এমন অবাক করা কথা বললে ,দেখতে চাই হাজিরা খাতা প্রথমে না দেখাতে চাইলেও যখন বলি আপনিতো আছেন, আপনি ঠিকিই কাজ করছেন, তাহলে অন্যের গাফিলতির কথা গোপন রাখবেন কেন? তখন তিনি খাতা দেখান, সেখানে কারো স্বাক্ষর পাওয়া যায়নি।
এ সময় আবার ভিডিও করলে তিনি বলেন,আমাদের স্যার জেলায় বসেই সব কাজ করেন, আর অন্যরা যার যেখানে কাজ সে সেখানে কাজ করেন, যেমন সাতব্রিজ, সেখানেও কেও আছে কি জানতে চাইলে তিনি বলেন আছে, কিন্তু সাথে যেতে রাজি নন তিনিও। আর বুঝতে বাকি থাকেনা পানি উন্নয়ন বোর্ডের অফিসের কি অবস্থা ।
এমন সময় অফিসের অন্য কক্ষ দেখতে চাইলে, দেখান,সব কক্ষই খোলা কিন্তু কক্ষে কেহ নেই! একজন আছে সেও ঘুম থেকে তাড়াহুড়ো করে ওঠে। এব্যাপারে পানি উন্নয়ন কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,আমি ওখানে অতিরিক্ত হিসাবে দায়িত্ব পালন করছি দুর হওযায় দুই অফিসে দায়িত্বপালন করতে একটু সমস্যা হচ্ছে।
পানি উন্নয়ন কর্মকর্তা আরও বলেন অফিসে যারা আছে তাদের ঠিকমত দায়িত্ব পালন করছে বলে জানি। এ ব্যাপারে কর্তৃপক্ষের নিকট দ্রুত সুরাহা করার দ্বাবি জানিয়েছেন এলাকাবাসী।