বাগেরহাট সংবাদদাতা:-
লালমনিরহাট সরকারি কলেজের আয়োজনে সংগীত চর্চা মূলক;( চতুরঙ্গ) সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মুহ:সুজন শাহ-ই-ফজলুল । আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, কবি ফেরদৌসী বেগম বিউটি। চতুরঙ্গের সভাপতি কলেজছাত্র শাহানুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারি অধ্যাপক শাহাদাত হোসেন; (চতুরঙ্গ)এর উপদেষ্টা ওকলেজের প্রভাষক উম্মে তাজ-এ-জান্নাত;সংগীত শিল্পী তাজুল চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে বিশিষ্ট সঙ্গীতশিল্পীও গীতিকার গুণীজন মোজাম্মেল হোসেন চৌধুরী তাজুল কে ক্রেস্ট প্রদান করা হয়। পরে চতুরঙ্গ এর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।