এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে সোনাতনপুর পুলিশ ক্যম্পের পক্ষ থেকে কোমল মতি ছাত্রছাত্রীদের মাদকের বিরুদ্ধে আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাতনপুর পুলিশ ক্যম্পের এস আই রফিকুল ইসলাম।এছাড়া ও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলার জাতীয় মাদক বিরোধী ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন, সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন, সহঃ শিক্ষক নিজাম, টিজারত, আক্কাচ, শহিদুল ইসলাম, লোকমান হোসেন নাসিমা সহ আরও অনেকেই। বক্তারা মাদকের কুফল সম্পর্কে ভালো ভাবে বুঝাই এবং এর প্রতিরোধ করার পরামার্শ দেয়।
উল্লেখ্য মাদক দ্রব্য মানবজীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপজ্জনক। পৃথিবীর কোন ধর্মই মাদক দ্রব্যের ব্যবহারকে অনুমোদন করেনি। আর ইসলামের দৃষ্টিতে সকল প্রকার মাদক দ্রব্যের ব্যবহার একটি জঘন্য ধর্মীয় ও সামাজিক অপরাধ।