MARS শো-রুম এর শুভ উদ্ভোদন ও মিলাত মাহফিল অনুষ্ঠিত।
শুভ উদ্ভোদন শুভ উদ্ভোদন শুভ উদ্ভোদন
৪ অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৫টা ৪০ মিনিটের সময় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা,জমজম টাওয়ার ২য় তলায় শ্রীপুর রোড সংলগ্ন MARS lifestyle and Retail Limited এর শুভ উদ্ভোদন করা হয়।এসময় উপস্থিত ছিলেন মার্কেট মালিক জনাব মোঃ বোরহান উদ্দিন, মার্স লাইফস্টাইল এন্ড রিটেল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আহসান কবির রনিমোঃ মোজাম্মেল হোসেন,মোঃ রাজিব সরকার মোঃ মেহেদি হাসান জিত সহ MARS শো- রোম এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।এসময় MARS এর ব্যবস্থাপনা পরিচালক আহসান কবির রনি বলেন আমাদের মার্স লাইফস্টাইল এন্ড রিটেল লিমিটেড এর পক্ষ থেকে সকল ক্রেতাসাধারনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই,আমাদের কোম্পানির পন্য কিনে লটারির মাধ্যমে জিতে নিতে পারবেন I phone11 যাহা অদ্য ৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।মার্স এর কর্মকর্তারা বলেন আমাদের মার্স শো- রুমে স্বল্প মূল্যে সকল প্রকার আইটেমের উন্নতমানের জেন্টস এন্ড লেডিস পোশাক ক্রয় করা যাবে তাছাড়াও রয়েছে ভিবিন্ন দরনের গিফট অফার।
মার্স লাইফস্টাইল এন্ড রিটেল লিমিটেডের, MARS শো রুমের ব্যবস্থাপনা পরিচালক যথাক্রমে মোঃ আহসান কবির রনি,মোঃ মোজাম্মেল হোসেন,রাজিব সরকার,মেহেদি হাসান (জিত) গনদের প্রত্যেকের মা ফিতা কেটে শুভ উদ্ভোদন করেন।
সবশেষে দোয়া ও মোনাজাত করা হয় এবং সকলের মধ্যে খেজুর বিতরণ করে উদ্ভোদন অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়।