এল এফ লিটন সরকার :
দেওয়ানগঞ্জ উপজেলায় সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড আদায়ের লক্ষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গঠনের লক্ষে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্থান হাজী বরকতউল্লাহ ক্যাডেট একাডেমী দেওয়ানগঞ্জ, জামালপুর।
৪ অক্টোবর ২০১৯ ইং, সময় ২.৩০ ঘটিকা। আয়োজনে, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। কোরআন তেলাওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক, উৎমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনুষ্ঠান সঞ্চালন করেন বিষ্ণু চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ শাহিদুল ইসলাম, সহঃ শিঃ ভাতখাওয়া সরকারি প্রাঃ বিদ্যাঃ, মোঃ আশরাফুল হক সহঃ শিঃ পূর্ব দপরপাড়া সপ্রাবি, মোঃ সাইদুর রহমান, সহঃ শিঃ বনিয়ানির চর সপ্রাবি, মোঃ রকিবুল ইসলাম বাবু, সহঃ শিঃ প্রদ্যোৎনগর সপ্রাবি, মোঃ মোস্তফা জামান হারুয়াবাড়ি সপ্রাবি, আনোয়ার হোসেন, সহঃ শিঃ ডগ্রীর চর সপ্রাবি, মোঃ নুর মোহাম্মদ সহঃ শিঃ মৌলভীরচর সপ্রাবি, মোঃ নুরুল ইসলাম সহঃ শিঃ ভিটাকান্দি পোড়াভিটা সপ্রাবি, মোঃ ফারুক সহঃ শিঃ চর ডাকাতিয়া সপ্রাবি, মোঃ বদরুল আলম সহঃ শিঃ কাঠারবিল সপ্রাবি। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের সমর্থনে কমিটি গঠন প্রক্রিয়া শুরু করা হয়। সভাপতি মনোনীত করা হয়ে মোঃ মোস্তফা জামান, সিনিয়র সহ-সভাপতি, শরিফুল ইসলাম, সহ-সভাপতি, আন্জুয়ার পারভেজ হিরা, ও রেসমা আক্তার, সাধারণ সম্পাদক, বিষ্ণু চন্দ্র দেবনাথ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, ছামিউল হক , ও নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক , শাহিদুল ইসলাম ও সানোয়ার হোসেন সহ মোট একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সকল সহ শিক্ষকের সতস্ফুর্ত অংশ গ্রহনে কমিটি গঠন করা হয়। উপস্থিতি ছিল চোখে পরার মতো।