আলিহোসাইন চট্রগ্রাম সংবাদদাতা
নগরীর কাজির দেউড়িতে ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) নগরীর কোতোয়ালীর কাজির দেউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. ইব্রাহিম খলিলের (২৫) কাছে পাওয়া কলেজের আইডি কার্ড থেকে জানা যায়, তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি কোর্সের ছাত্র। তার পিতার নাম রফিকুল ইসলাম।প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম ওয়াসার কাজে নিয়োজিত ঢাকামেট্রো-১১৫৩৯৭ নম্বরের গাড়িটি খুব দ্রুত এসে ওই ছাত্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।চালক ও হেলপারসহ ট্রাকটিকে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তেরর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ঐ এলাকায় কর্তব্যরত পুলিশ উপ-পরিদর্শক চম্পক।
II. TÁC DỤNG CỦA HÓA MỸ PHẨM SKGINSENG. http://www.trifit-tu.cz/kem-s%C3%A2m-h%E1%BB%8Dc-t%E1%BA%ADp-vi%E1%BB%87n-qu%C3%A2n-y-smartcos-ginseng-cream-full-b%E1%BB%99