মোঃ রমজান আলী রুবেল ও সোহেল মিয়া ,শ্রীপুর গাজীপুর থেকেঃ
হিন্দু ধর্মালম্বী সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা, এই উৎসবকে কেন্দ্র করে। মন্ডবে মন্ডবে জ্বলছে রংবেরঙের বাতি ঢাক ঢোলের বাজন, বাজনার তালে তালে মেতে উঠেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। ভিড় করছেন বিভিন্ন বয়সের ছেলে মেয়ে নারী পুরুষ উপভোগ করছেন সনাতন ধর্মাম্বলী সবচাইতে বড় উৎসব এই দুর্গাপূজা এবার গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৫৬ টি পূজামণ্ডপ রয়েছে এরমধ্যে কাওরাইদ ইউনিয়নে ১২ টি পূজা মন্ডপ রয়েছে। পূজারিরা বলছেন, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এবার সার্বজনীনভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত সার্বিক পরিবেশ ভাল রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে আশাবাদী পূজা আয়োজক ও পূজা উদযাপন কমিটির নেতারা। তারা বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। নিরাপত্তায় তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় থাকছে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য আছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ র্যাবের টহল জোরদার করা হয়েছে।দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে হিন্দু ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। পুরোহিতদের মতে, এবার দুর্গা ঘটের মাধ্যমে আবির্ভূত হবেন । বিশ্ব শান্তির পাশাপাশি মানব কল্যাণে দুর্গার আবির্ভাবে সকল গ্লানিমুক্ত হবে বলে বিশ্বাস
Tình trạng điều hòa thế này mới nhất cần thiết hấp
thụ gas. http://ontobedia.hegroup.org/index.php/User:MaxwellPinkston
Tình trạng điều hòa thế này mới nhất cần thiết hấp thụ gas. http://ontobedia.hegroup.org/index.php/User:MaxwellPinkston