গ্রামীণ কমিউনিকেশনসের চাকরীচ্যুত কর্মচারীদের ৩ মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শ্রম আদালত।
বুধবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিন মামলায় ড. ইউনূসের সমনের জবাব দেওয়ার জন্য দিন ধার্য ছিল বুধবার। কিন্তু দেশের বাইরে থাকায় তিনি আদালতে উপস্থিত হননি।
গত ৩ জুলাই শ্রম আদালতে ইউনূসসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের সদ্য চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী। এরপর আদালত তাদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন। দুই আসামি হাজির হয়ে জামিন নিলেও আজ ডক্টর ইউনূস উপস্থিত হননি।
Chicago Red Stars injury report ORLvCHI, pretty good considering the week
ahead for the team. Arin Wright still out with illness that kept
her out of the match against Houston (get well soon )
MKOT http://dashlove.us/__media__/js/netsoltrademark.php?d=houston-injury.com
Chicago Red Stars injury report ORLvCHI, pretty good considering the week ahead
for the team. Arin Wright still out with illness that kept her out of the match against
Houston (get well soon )
MKOT http://dashlove.us/__media__/js/netsoltrademark.php?d=houston-injury.com