মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে সরকারি রাস্তা ভাড়া চলছে দৈনিক হারে মহেশপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা-র‌্যালী ও জয়িতাদের মাঝে সম্মাননা প্রদান অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় স্থল মহেশপুরের উকড়ির বিল শূন্য থেকে অর্ধশত কোটি টাকার মালিক ক্যাসিনো সম্রাট মমিনুল ইসলাম মুক্তা  লালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত সিরাজগঞ্জে সায়দাবাদ বেলকুচি এনায়েতপুর সাথিয়া মাধবপুর হাইওয়ে সড়ক আমিরুল ইসলাম খাঁন আলিমের প্রচেষ্টায় সাক্ষরিত অনুমোদন,  হিলিতে বেড়েছে  শীতের তীব্রতা ফরিদগঞ্জে ৩ যুবদল কর্মী হ’ত্যা’য় ১১ বছর পর মা’ম’লা বগুড়া ধুনটে ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদকসহ ২০ মা’ম’লা’র আ’সা’মী লস্কর গ্রে’প্তা’র চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হ’ত্যাচেষ্টা মা’ম’লা’র আবেদন সংস্কার প্রস্তাব জনগণের কাছে পৌঁছাতে হবে: তারেক রহমান সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অ’প’হ’র’ণ! আ’ট’ক ৩ লালপুরে রেল লাইন ভাঙ্গন আতঙ্কে চলছে ট্রেন সাংবাদিকের নামে মিথ্যা মা’ম’লা’য় জড়িয়ে হ’য়’রা’নীর অভিযোগ, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে  মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অ’গ্নি’কা’ণ্ডে ২জনের মৃ’ত্যু তামাই ক্রীড়া এসোসিয়েশন কর্তৃক নাইট ফুটসাল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত,  বরগুনা জেলার আমতলী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি ইটভাটায় ঝুঁকিতে ছয় গ্রামের মানুষ। বরিশালে স্পিডবোটে দু’র্ঘ’ট’না’য় দুই দিন পর নদীতে ভাসমান অবস্থায় চালক ও যাত্রীর ম’র’দে’হ উদ্ধার। পাইকগাছায় পাখি সংরক্ষণে মাঠসভা ও গাছে গাছে পাখির বাসা স্থাপন নর্থ বেঙ্গল সুগার মিলে বয়লারের পাম্প হাউসে পড়ে কর্মচারীর মৃ’ত্যু 

গাজীপুরে আদালতের নির্দেশ অমান্য করে মুক্তিযোদ্ধা কর্তৃক ভূমি দখলের পায়তারা ।ভিডিও সহ

মোঃ রমজান আলী রুবেল ঃ

গাজীপুর মহানগরের সদর থানাধীন, চাপুলিয়া এলাকায় জোরপূর্বক ভূমি দখলের অভিযোগ উঠেছে ,   বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম পলান এর বিরোদ্ধে।  সরেজমিনে গিয়ে দেখা যায় চাপুলিয়া গ্রামের এডভোকেট সায়েম সরকার (৩৮) পিতা মৃত ইউসুফ আলী সরকার গং, চাপুলিয়া মৌজা স্থিত এস এ ৬৯ আর এস ৯৪ নং খতিয়ানভুক্ত ৫৪৬, ৫৫২, ৫৫৩ নং দাগে সর্বমোট ১৩৫ শতাংশ জমির মালিক তারা। উক্ত জমি এডভোকেট সায়েম সরকার গং দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছে ।কিছুদিন যাবত বিবাদী আবু পলান (৬০) বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম পলান (৫৮) উভয় পিতা-মৃত আজিমউদ্দিন পলান সাং চাপুলিয়া ২৪ নং ওয়ার্ড এর বাসিন্দা। উক্ত বিবাদীরা দীর্ঘদিন যাবৎ এডভোকেট সায়েম সরকার গংদের দখলীয় .১৩৫ শতাংশ জমির কাতে ৩৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করার পাঁয়তারা সহ তাদের নানাবিধ ভয়-ভীতি হুমকি প্রদান করে আসতে থাকেন এমতাবস্থায় এডভোকেট সায়েম সরকার তাদের  দখলীয় জমি রক্ষার্থে বিবাদী আবু পলান গং দের বিরুদ্ধে বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালতে গাজীপুরের দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন মোকদ্দমা নং ২২০/ ২০১৯ উক্ত মোকদ্দমা টি বর্তমানে বিচারাধীন আছে মুকাদ্দমায় বিজ্ঞ আদালত উক্ত নালিশী সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন। আদালত নালিশি সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রদান করা সত্ত্বেও বিবাদী আবু পলান এবং মুক্তিযোদ্ধা ইব্রাহিম পলান গং বিজ্ঞ আদালতের রায়ের অপেক্ষা না করে গত.২২-৯- ২০১৯ তারিখ আনুমানিক সকাল ১০ঃ৩০ মিনিটের সময় উক্ত বিবাদী গন অজ্ঞাত নামা ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে উক্ত ১৩৫ শতাংশ জমির ৩৩ শতাংশ জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে বিষয়টি সায়েম সরকার গংদের নজরে আসলে তারা বিবাদীদের বাধা দেন। এমতাবস্থায় বিবাদী গন সায়েম সরকার গংদের বিভিন্ন প্রকার খুন জখম করার হুমকি দেয় এমতাবস্থায় সায়েম সরকার বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি জিডি দায়ের করেন। জিডি নং ১২৪০ তারিখ ২৩-৯-২০১৯ এবং আদালতের শরণাপন্ন হলে আদালত পুনরায় উক্ত জমিতে স্থিতাবস্থা বজায়ে রাখার  আদেশ দেন এবং আগামী ১৪-১০-২০১৯ তারিখ জবানবন্দি দাখিলের নির্দেশ দেন। এমতাবস্থায় উক্ত বিবাদী গন আদালতের নির্দেশ অমান্য করে উক্ত .৩৩ শতাংশ জমিতে পাকা বাড়ি নির্মাণ করেন। ঘটনাস্থলে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এস আই আনোয়ার হোসেন বিবাদী দের আদালতের নির্দেশ অনুযায়ী নোটিশ প্রদান করেন। এবং উক্ত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন, নোটিশ পাওয়া সত্ত্বে্‌ও , আইন অমান্য করে সে তার কাজ চালিয়ে যাচ্ছে , গত ৭-১০-২০১৯ ইং তারিখ রোজ সোমবার বিকেলে এডভোকেট সায়েম সরকার সাংবাদিকদের শরণাপন্ন হন ,ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে দেখা মিলে বিবাদী বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেনের এবং উক্ত ভূমিতে পাকা বাড়ি নির্মাণের কাজ চলতেছে সাংবাদিকরা বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম পলানের।তার কাছে আদালতের নির্দেশ অমান্য করে উক্ত জমিতে কাজ করার সম্পর্কে জানতে চাইলে ইব্রাহিম সাংবাদিকদের জানান , আমি থানা থেকে অনুমতি নিয়েছি তাই কাজ চালিয়ে যাচ্ছি তখন তার কাছে জানতে চাইলে কে আপনাকে অনুমতি দিয়েছে থানা থেকে সে নাম বলেনি জানান তদন্তকারী অফিসারের কাছ থেকে আমি অনুমতি নিয়েছি এমতাবস্থায় এডভোকেট সায়েম সরকার গং অসহায় হয়ে পড়েছেন তাই যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন

 


আপনার মতামত লিখুন :

2 responses to “গাজীপুরে আদালতের নির্দেশ অমান্য করে মুক্তিযোদ্ধা কর্তৃক ভূমি দখলের পায়তারা ।ভিডিও সহ”

  1. The Modern Digital Workplace
    Intended for those involved in the implementation, maintenance, support and use of Office 365.
    SharePoint users and champions. … office365 http://alquiler-pisos-en.es/click.php?id=1102&url=https://howbadyouwannago.com/avoiding-office-365-migration-failure/

  2. The Modern Digital Workplace
    Intended for those involved in the implementation, maintenance, support and use of
    Office 365. SharePoint users and champions. … office365 http://alquiler-pisos-en.es/click.php?id=1102&url=https://howbadyouwannago.com/avoiding-office-365-migration-failure/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com