মোঃ রমজান আলী রুবেল ঃ
গাজীপুর মহানগরের সদর থানাধীন, চাপুলিয়া এলাকায় জোরপূর্বক ভূমি দখলের অভিযোগ উঠেছে , বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম পলান এর বিরোদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায় চাপুলিয়া গ্রামের এডভোকেট সায়েম সরকার (৩৮) পিতা মৃত ইউসুফ আলী সরকার গং, চাপুলিয়া মৌজা স্থিত এস এ ৬৯ আর এস ৯৪ নং খতিয়ানভুক্ত ৫৪৬, ৫৫২, ৫৫৩ নং দাগে সর্বমোট ১৩৫ শতাংশ জমির মালিক তারা। উক্ত জমি এডভোকেট সায়েম সরকার গং দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছে ।কিছুদিন যাবত বিবাদী আবু পলান (৬০) বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম পলান (৫৮) উভয় পিতা-মৃত আজিমউদ্দিন পলান সাং চাপুলিয়া ২৪ নং ওয়ার্ড এর বাসিন্দা। উক্ত বিবাদীরা দীর্ঘদিন যাবৎ এডভোকেট সায়েম সরকার গংদের দখলীয় .১৩৫ শতাংশ জমির কাতে ৩৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করার পাঁয়তারা সহ তাদের নানাবিধ ভয়-ভীতি হুমকি প্রদান করে আসতে থাকেন এমতাবস্থায় এডভোকেট সায়েম সরকার তাদের দখলীয় জমি রক্ষার্থে বিবাদী আবু পলান গং দের বিরুদ্ধে বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালতে গাজীপুরের দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন মোকদ্দমা নং ২২০/ ২০১৯ উক্ত মোকদ্দমা টি বর্তমানে বিচারাধীন আছে মুকাদ্দমায় বিজ্ঞ আদালত উক্ত নালিশী সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন। আদালত নালিশি সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রদান করা সত্ত্বেও বিবাদী আবু পলান এবং মুক্তিযোদ্ধা ইব্রাহিম পলান গং বিজ্ঞ আদালতের রায়ের অপেক্ষা না করে গত.২২-৯- ২০১৯ তারিখ আনুমানিক সকাল ১০ঃ৩০ মিনিটের সময় উক্ত বিবাদী গন অজ্ঞাত নামা ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে উক্ত ১৩৫ শতাংশ জমির ৩৩ শতাংশ জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে বিষয়টি সায়েম সরকার গংদের নজরে আসলে তারা বিবাদীদের বাধা দেন। এমতাবস্থায় বিবাদী গন সায়েম সরকার গংদের বিভিন্ন প্রকার খুন জখম করার হুমকি দেয় এমতাবস্থায় সায়েম সরকার বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি জিডি দায়ের করেন। জিডি নং ১২৪০ তারিখ ২৩-৯-২০১৯ এবং আদালতের শরণাপন্ন হলে আদালত পুনরায় উক্ত জমিতে স্থিতাবস্থা বজায়ে রাখার আদেশ দেন এবং আগামী ১৪-১০-২০১৯ তারিখ জবানবন্দি দাখিলের নির্দেশ দেন। এমতাবস্থায় উক্ত বিবাদী গন আদালতের নির্দেশ অমান্য করে উক্ত .৩৩ শতাংশ জমিতে পাকা বাড়ি নির্মাণ করেন। ঘটনাস্থলে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এস আই আনোয়ার হোসেন বিবাদী দের আদালতের নির্দেশ অনুযায়ী নোটিশ প্রদান করেন। এবং উক্ত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন, নোটিশ পাওয়া সত্ত্বে্ও , আইন অমান্য করে সে তার কাজ চালিয়ে যাচ্ছে , গত ৭-১০-২০১৯ ইং তারিখ রোজ সোমবার বিকেলে এডভোকেট সায়েম সরকার সাংবাদিকদের শরণাপন্ন হন ,ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে দেখা মিলে বিবাদী বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেনের এবং উক্ত ভূমিতে পাকা বাড়ি নির্মাণের কাজ চলতেছে সাংবাদিকরা বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম পলানের।তার কাছে আদালতের নির্দেশ অমান্য করে উক্ত জমিতে কাজ করার সম্পর্কে জানতে চাইলে ইব্রাহিম সাংবাদিকদের জানান , আমি থানা থেকে অনুমতি নিয়েছি তাই কাজ চালিয়ে যাচ্ছি তখন তার কাছে জানতে চাইলে কে আপনাকে অনুমতি দিয়েছে থানা থেকে সে নাম বলেনি জানান তদন্তকারী অফিসারের কাছ থেকে আমি অনুমতি নিয়েছি এমতাবস্থায় এডভোকেট সায়েম সরকার গং অসহায় হয়ে পড়েছেন তাই যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন
The Modern Digital Workplace
Intended for those involved in the implementation, maintenance, support and use of Office 365.
SharePoint users and champions. … office365 http://alquiler-pisos-en.es/click.php?id=1102&url=https://howbadyouwannago.com/avoiding-office-365-migration-failure/
The Modern Digital Workplace
Intended for those involved in the implementation, maintenance, support and use of
Office 365. SharePoint users and champions. … office365 http://alquiler-pisos-en.es/click.php?id=1102&url=https://howbadyouwannago.com/avoiding-office-365-migration-failure/