মোঃ সোহেল মিয়া নিজস্ব প্রতিবেদকঃ
মুহাম্মদ কামাল উদ্দিন (বৈশাখী টিভি) কে আহবায়ক এবং মুহাম্মদ আলী (দৈনিক জনকন্ঠ) ও আলমগীর মানিক (এশিয়ান টিভি) কে যুগ্ম আহবায়ক করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাঙ্গামাটি জেলা কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, মুহাম্মদ মোকাদ্দেম সাইফ (দৈনিক বাংলাদেশ বুলেটিন ও সিএইচটি টাইমস ২৪ডট কম), মোঃ সফিকুল ইসলাম (নিউজ টু-ডে), মাসুদ পারভেজ নির্ঝর (হিল আই২৪ডট কম) ও সোহরাওয়ার্দী সাব্বির (সহযোগী প্রতিনিধি-বিটিভি)। গতকাল সন্ধ্যায় পর্যটন নগরী রাঙ্গমিাটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্থানীয় সংবাদ কর্মিদের এক আলোচনা বৈঠক শেষে এ আহবায়ক কমিটি গঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিবেদক ও বিএমএসএফ’র উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য সাইদুর রহমান রিমন। জনাব রিমন তার বক্তব্যে বলেন, বিএমএসএফ সাংবাদিকদের প্রাণের সংগঠন। সাংবাদিকদের মর্যাদা রক্ষা, অধিকার আদায় এবং নির্যাতনের বিরুদ্ধে একটি স্বোচ্চার সংগঠন। বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়ন হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা-নিশ্চয়তা রক্ষা হবে।